রাজধানী ধানমন্ডির একটি বাসায় ছুরিকাঘাতে নিহত হয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আবদুর রশিদ (৮২)। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রী সুফিরা রশিদ। আব্দুর রশিদ ও সুফিরা রশিদ দম্পতি পেশায় চিকিৎসক।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ধানমন্ডি ১৫ এর ২৯৪১ নম্বর পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে চিৎকার শুনে বাসার অন্য ভাড়াটিয়ারা ঘটনাস্থলে পৌঁছান। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর পৌনে চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক আবদুর রশিদকে মৃত ঘোষণা করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত আবদুর রশিদের বুকে, মুখে ছুরিকাঘাতের চিহ্ন আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
জানা যায়, সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছিলেন এই দম্পতি। ধানমন্ডির পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় থাকতেন তারা, বাকি তলাগুলো ছিল ভাড়া।
নিহতের ভাগনে মনির হোসেন জানিয়েছেন, তাহাজ্জুদ নামাজ পড়ার সময় তিনজনকে বাইরে থেকে ভবনে ঢুকতে দেখা যায়।
পুলিশ বলছে, চুরি করতে এসে বাধার মুখে ছুরিকাঘাত করা হয়েছে, নাকি এ ঘটনার পেছনে অন্য কিছু রয়েছে, সেটা তদন্ত করা হচ্ছে।
জেডএস/