আর্কাইভ থেকে ইউরোপ

আটলান্টিকে নৌকাডুবে ৫২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর শঙ্কা

আটলান্টিকে নৌকাডুবে ৫২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর শঙ্কা

আটলান্টিক মহাসাগরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৫২ জন অভিবাসনপ্রত্যাশীর সবাই মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার ডুবন্ত নৌকা আঁকড়ে থাকা এক নারীকে জীবিত উদ্ধার করা হয়। ওই নারী জানায়, নৌকাটিতে অর্ধশতাধিক মানুষ ছিলো।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গেল সপ্তাহে আফ্রিকা থেকে ছেড়ে আসা নৌকাটি স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ থেকে ২২০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে ৫৩ শরণার্থী ও উদ্বাস্তুদের নিয়ে ডুবে যায়। নৌকাটিকে একটি বাণিজ্যিক জাহাজ ডুবতে দেখলে স্পেনের জরুরি বিভাগকে খবর দেয়। পরে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকারীরা।

স্পেনের মেরিটাইম রেসকিউ সার্ভিস জানিয়েছে, ডুবন্ত নৌকা থেকে এ পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। নৌকাডুবির ঘটনায় ৩০ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা গেছে। তাকে ডুবন্ত নৌকার একপাশ ধরে থাকতে দেখা যায়। উদ্ধারের পর ওই নারীকে হাসপাতালে নেওয়া হয়। এছাড়া আর কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে।

জীবিত উদ্ধার ওই নারী জানান, পশ্চিম সাহারা উপকূল থেকে রওনা হয়েছিল তাদের নৌকাটি। যাত্রীদের সবাই আইভরি কোস্ট থেকে এসেছিল।

নিখোঁজদের মধ্যে কোন কোন দেশের নাগরিক রয়েছে তা নিশ্চিত করা যায়নি। এই পথে প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে। এতে বেশিরভাগেরই মৃত্যু হয়।

আটলান্টিক মহাসাগরে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবির ঘটনা অহরহই ঘটে। নিখোঁজদের লাশও প্রায় সময়ই পাওয়া যায় না।

চলতি বছর স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে গেছে আট হাজারের বেশি অভিবাসন প্রত্যাশী।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন আটলান্টিকে | নৌকাডুবে | ৫২ | অভিবাসনপ্রত্যাশীর | মৃত্যুর | শঙ্কা