আর্কাইভ থেকে বাংলাদেশ

চেয়ারম্যান বাড়ি এলাকার সব প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্থগিত

চেয়ারম্যান বাড়ি এলাকার সব প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্থগিত

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার এমিকন ভবনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। শনিবার (২১ আগস্ট) সকাল ৯টার দিকে ছয়তলা ভবনের তৃতীয় তলায় এমিকনের ক্রেস্ট তৈরির কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়।

সেখানে কাঠ, সলিউশন, ক্রেস্ট তৈরীর সরঞ্জামসহ প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুদ ছিলো। একারনে আগুন দ্রুত তৃতীয় থেকে ৪র্থ তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট চার ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায়, আগুন নেভাতে সমস্যা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, বিল্ডিং কোড মেনে ভবনটি নির্মাণ করা হয়নি।

তিনি জানান, চেয়ারম্যান বাড়ি এলাকার সব ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্থগিত করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন চেয়ারম্যান | বাড়ি | এলাকার | প্রতিষ্ঠানের | ট্রেড | লাইসেন্স | স্থগিত