আর্কাইভ থেকে বাংলাদেশ

পদ্মা এবং যমুনা নদীর পানি বাড়ছে

পদ্মা এবং যমুনা নদীর পানি বাড়ছে

উজানের ঢল ও টানা বৃষ্টিতে পদ্মা এবং যমুনার পানি বাড়ছে। শনিবার(২১ আগস্ট) সকালে পদ্মার পানি ফরিদপুর পয়েন্টে বিপৎসীমার ৪১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। প্লাবিত হয়েছে জেলা সদর, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার ৪০টি গ্রাম। তলিয়ে গেছে ধান ও সবজি ক্ষেত।

অন্যদিকে সিরাজগঞ্জে ২৪ ঘণ্টায় যমুনার পানি ১৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গিয়ে নষ্ট হচ্ছে রোপা আমন ক্ষেত, বীজতলাসহ বিভিন্ন সবজি। জেলার কাজিপুর এবং চৌহালীতে নদী ভাঙনে বিলীন হয়েছে ২০টি বসতভিটা এবংকিছু ফসলি জমি।

এছাড়া কুড়িগ্রামে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমারসহ সব নদ-নদীর পানি বাড়ছে।

এদিকে লালমনিরহাটে তিস্তার পানি কমছে। তবে বিভিন্নস্থানে নদী ভাঙন শুরু হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন পদ্মা | যমুনা | নদীর | পানি | বাড়ছে