আর্কাইভ থেকে বাংলাদেশ

দেশে করোনায় আরো একশ’২০ জনের মৃত্যু

দেশে করোনায় আরো একশ’২০ জনের মৃত্যু

করোনায় দেশে একদিনে আরো একশ’২০ জন মারা গেছে। এই হার গতকালের চেয়ে কম। আগের ২৪ ঘণ্টায় মারা গিয়েছিলো একশ’৪৫ জন। সবশেষ হিসেব অনুযায়ী দেশে করোনা মারা গেলো ২৫ হাজার একশ’৪৩। এসময়ে সারাদেশে আক্রান্ত হয়েছে ৩ হাজার নয়শ’৯১ জন।

সনাক্তের এই হারও গতকালের তুলনায় কম। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৫ হাজার নয়শ’৯৩ জন করোনা রোগী। দেশে সবমিলিয়ে আক্রান্ত হয়েছে ১৪ লাখ ৫৭ হাজার একশ’৯৪ জন করোনা রোগী। ৮৬ লাখ ১৭ হাজার আটশ’২৮ জনের নমুনা পরীক্ষা করে এসব রোগী সনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মৃতদের ৬৯ জন পুরুষ এবং ৫১ জন নারী। তাদের মধ্যে ১ জন বাসায় এবং বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময় করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ছয়শ’৬৬ জন। দেশে মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৫৫ হাজার চারশ’২১ জন করোনা রোগী ।

শনিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে গত ৫ ও ১০ আগস্ট। ওই দুদিনের প্রতিদিন ২৬৪ জন করে রোগী মারা গেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন দেশে | করোনায় | আরো | একশ২০ | জনের | মৃত্যু