মিয়ানমারে সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করতে পারে, কিন্তু শেখ হাসিনার সরকার মাঠেই নামতে দিচ্ছে না। শেখ হাসিনার শাসন সেনাবাহিনীর শাসনের চেয়েও খারাপ। বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বরিশালে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বরিশালের জিলা স্কুল মাঠে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।
মেজর (অব.) হাফিজ উদ্দিন বলেন, এই সরকারের সময় শেষ হয়ে গেছে। তাই এই সরকারকে সরিয়ে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা মঞ্চের সামনে এসে শ্লোগানে আগুন জ্বালান। এই রাজনীতি বাদ দিন। মঞ্চে আগুন জ্বালানোর দরকার নেই। শেখ হাসিনার গদিতে আগুন জ্বালাতে হবে। এ জন্য রাজপথে নামতে হবে।
এসময় তিনি আরও বলেন, নিজেকে প্রশ্ন করুন জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে আপনি বিএনপি করেন কি না? মৃত্যুর পর তার কোনো বাড়ি-গাড়ি, ব্যাংক-ব্যালেন্স ছিল না। আর এখন কালো কোর্ট গায়ে দিলেই মুক্তিযোদ্ধা হয়ে যাওয়া যায়।
মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে মেজর হাফিজ বলেন, যুদ্ধের সময় ছিলাম ৮০ হাজার মুক্তিযোদ্ধা। এখন আওয়ামী লীগের বদৌলতে হয়ে গেছে আড়াই লাখ মুক্তিযোদ্ধা। এইসব শরণার্থী মুক্তিযোদ্ধারা ৭১ সালে কোথায় ছিলেন জানি না।
শুভ মাহফুজ