আর্কাইভ থেকে ক্রিকেট

নামই উঠলো না মুশফিক-মাহমুদউল্লাহ-সাইফউদ্দিনের

নামই উঠলো না মুশফিক-মাহমুদউল্লাহ-সাইফউদ্দিনের

বৃহস্পতিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলাম শেষ হয়েছে। চেন্নাইয়ে অনুষ্ঠিত এই নিলামে ২৯৮ জন ক্রিকেটার অংশ নিয়েছিলেন। এর মধ্যে দল পেয়েছেন মাত্র ৫৭ জন ক্রিকেটার। এবারের নিলামে সবচেয়ে বড় চমক ক্রিস মরিস। যাকে রেকর্ড ১৬.২৫ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস।

আইপিএলের ১৪তম আসরের নিলামে পাঁচ বাংলাদেশি নাম দিয়েছিলেন। এর মধ্যে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান ছাড়া বাকিদের নামই ওঠানো হয়নি নিলামে। বাকি তিনজন হলেন মোহাম্মদ সাইফউদ্দিন, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম। মুশফিককে ফ্রাঞ্চাইজদের আগ্রহের ভিত্তিতে নিলামের কয়েকঘণ্টা আগে তালিকাভুক্ত করা হয়।

মুশফিক, মাহমুদউল্লাহ এবং সাইফউদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে পরিক্ষিত হলেও আইপিএল নিলামে অবহেলিত হলেন।

ইতোমধ্যে আইপিএলের আট দলেরই বিদেশি ক্রিকেটারের কোটা পূরণ হয়ে গেছে। তাই তাদের আর দল পাওয়ার কোনো সম্ভাবনা নেই।

সাকিব পুরো জায়গা অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সে ফিরলেও মুস্তাফিজকে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস। 

সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। দ্বিতীয় সেটে অলরাউন্ডার ক্যাটাগরি থেকে তাকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। কলকাতা ছাড়াও তাকে নেয়ার জন্য লড়াই করেছে পাঞ্জাব।

২০১২ এবং ২০১৪  মৌসুমে কেকেআরের হয়ে আইপিএল শিরোপা জিতেছিলেন সাকিব। পরে সানরাইজার্স হায়দরাবাদের হয়েও খেলেছেন তিনি।

মুস্তাফিজকে ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি। অন্যকোনও দল আগ্রহ না দেখানোয় রাজস্থান রয়্যালস তাকে দলে ভেড়ায়।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন নামই | উঠলো | মুশফিকমাহমুদউল্লাহসাইফউদ্দিনের