ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে ডুবে গেছে, চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা। সকাল থেকে এই বৃষ্টি হচ্ছে। এতে সবচেয়ে বেশী দুর্ভোগে পড়েছেন অফিসগামীরা।
খাল ও নালা দিয়ে পানি সরতে না পারায়, নগরীর নিম্নাঞ্চলে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে চকবাজার, প্রবর্তক, মুরাদপুর, বহদ্দারহাট, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, গোসাইলডাঙ্গা, শান্তিবাগ, হালিশহর, চান্দগাঁও, বাকলিয়াসহ নগরের নিচু এলাকায় হাঁটুপানি জমেছে।