দুই দিন স্থিতিশীল থাকার পর উজানের ঢলে, সিরাজগঞ্জে আবারো বাড়ছে যমুনার পানি।
সকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাধ পয়েন্টে এই নদীর পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে, চরাঞ্চল ও নিম্নাঞ্চলের ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। পানিতে ডুবে আছে রোপা আমন, সবজিসহ নানা ধরণের ফসল। বিভিন্ন স্থানে ভাঙনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ।
টাঙ্গাইলে যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি বেড়ে বিপদসীমার ওপরে দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে পানিবন্দি দিন কাটাচ্ছেন কয়েক হাজার মানুষ। তবে ফরিদপুরে পদ্মার পানি কিছুটা কমেছে। তবে মধুমতি নদীর ভাঙন আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের।
অন্যদিকে, ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধ ভেঙ্গে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।