আর্কাইভ থেকে দেশজুড়ে

তিন দিন পর হিলি স্থলবন্দরে চাল খালাস শুরু

তিন দিন পর হিলি স্থলবন্দরে চাল খালাস শুরু

তিনদিন বন্ধ থাকার পর অবশেষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানিকৃত ভারতীয় চাল খালাস করণ শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে ভারতীয় ট্রাকচালক ও বন্দরের আমদানিকারকদের মাঝে।

শনিবার (২৮ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় বন্দরের অভ্যন্তরে ভারতীয় ট্রাক থেকে চাল খালাস শুরু হয়। এর আগে তিন মাস ২৩ দিন বন্ধের পর ২৪ আগস্ট বন্দর দিয়ে চাল আমদানি হয়। ২৫ ও ২৬ আগস্ট বন্দর দিয়ে সর্বমোট আট ট্রাকে ২শ ৬৩ টন চাল আমদানি হয়।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, দেশের বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে ইতোমধ্যে সরকার ভারত থেকে চাল আমদানির অনুমতি দিয়েছে। এরই পেক্ষিতে বন্দরের ব্যবসায়ীরা অনেক পরিমান চালের এলসি করেছে। তবে কাস্টমসের সার্ভারের জটিলতার কারণে বন্দরের আসা চালগুলো গত তিনদিন ধরে আটকে ছিলো। গত মঙ্গলবার চাল আমদানি হলেও খালাসের জন্য বিল সাবমিট করা যায়নি। আজ শনিবার বিকেলে চাল খালাসের অনুমতি দিয়েছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ। 

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসে জানান, গত ২৪ আগস্ট বন্দর দিয়ে চাল আমদানি শুরু হলেও খালাস কার্যক্রম বন্ধ ছিল। বন্দর দিয়ে গত তিনদিনে ২৬৩ টন চাল আমদানি হয়। এসব চাল বন্দরে আটকা ছিল। আজ বিকেল ৩টায় বন্দরে ভারতীয় ট্রাক থেকে চাল খালাস কার্যক্রম শুরু হয়।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন তিন | দিন | হিলি | স্থলবন্দরে | চাল | খালাস | শুরু