আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

হারিকেন আইডার তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চল

হারিকেন আইডার তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চল

প্রলয়ঙ্কারী হারিকেন আইডার তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার সকালে ঘণ্টায় ২৪০ কিলোমিটার গতিতে লুইজিয়ানা উপকূলে আঘাত হানে ক্যাটাগরি ফোর হারিকেন আইডা। এর প্রভাবে নিউ অরলিন্সসহ রাজ্যটিতে নয় লাখ ৪০ হাজারের বেশি বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুতের অভাবে অন্ধকারে রয়েছে সেখানকার পাঁচ লাখের বেশি বাসিন্দা।

মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন ও ব্রিটেনের গণমাধ্যম বিবিসি জানিয়েছে, বর্তমানে ভারী বৃষ্টি এবং প্রচণ্ড গতির বাতাসের হারিকেন আইডা লুইজিয়ানার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। আস্তে আস্তে এর গতিবেগ কমছে। স্থানীয় সময় রোববার রাত ১০টা অর্থাৎ বাংলাদেশ সময় সোমবার সকাল ৮টা নাগাদ ঘণ্টায় ১৭৭ কিলোমিটার গতিতে ক্যাটাগরি টু ঘূর্ণিঝড় হিসেবে বয়ে যাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ঘূর্ণিঝড় আইডা প্রাণঘাতী হয়ে উঠতে পারে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ফিরিয়ে আনতে কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে বলে জানান তিনি।

স্থানীয় সময় রোববার ভোরে আইডা আছড়ে পড়ে যুক্তরাষ্ট্রে। এর প্রভাবে নিউ অরলিন্সে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হচ্ছে ভূমিধসও। প্রচণ্ড বাতাস ও টানা বৃষ্টিতে নিউ অরলিন্সের বাড়িঘর, গাছপালা ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। তবে, এখনই ক্ষতির পরিমাণ জানা যায়নি। মেক্সিকো উপকূল থেকে শক্তি অর্জনের মাধ্যমে ক্যাটাগরি-চার হারিকেনে রূপ নেয় আইডা।

কোথাও কোথাও নদীগুলোর পানির উচ্চতা ১৬ ফুট পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রাজ্যটিতে ৪৫টির মতো ফ্লাইটের চলাচল স্থগিত। ১৬ বছর আগে হারিকেন ক্যাটরিনা আঘাত হানার পর নিউ অরলিন্সে বন্যা নিয়ন্ত্রণের পেছনে কয়েক শ’ কোটি ডলার ব্যয় করা হয়েছে। তা সত্ত্বেও এবার শহরটিতে বন্যা সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

শনিবার তিনটি রাজ্যে জরুরি অবস্থা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

২০০৫ সালে যুক্তরাষ্ট্রে শক্তিশালী হারিকেন ক্যাটরিনার তাণ্ডবের পর আইডা সবচেয়ে গতিবেগসম্পন্ন ঝড়। হারিকেন ক্যাটরিনার প্রভাবে ওই সময় মারা যায় এক হাজার ৮০০ জন।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন হারিকেন | আইডার | তাণ্ডবে | লণ্ডভণ্ড | যুক্তরাষ্ট্রের | দক্ষিণপূর্বাঞ্চল