আর্কাইভ থেকে জাতীয়

২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত্যের সংখ্যা ফের বৃদ্ধি

২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত্যের সংখ্যা ফের বৃদ্ধি

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৫৪ জনে। যা দুই মাসের মধ্যে সর্বোচ্চ।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ২১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৪ লাখ ৩৬ হাজার ৬৮৪ জনের।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

করোনায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৪ লাখ ৩৪ হাজার ৪৭২ জন। সর্বমোট মৃত্যুর সংখ্যা ৬ হাজার ২১৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ৮৯৫ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৪৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ৮৯৫ জন। মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ৩০ জন পুরুষ ও ৯ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে  ঢাকায় ২২ জন, চট্টগ্রামে ৫ জন, রাজশাহীতে ৩, রংপুরে ৫, বরিশালে ২, সিলেটে ২ জন রয়েছেন। 

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়,  ১১ থেকে ২০ বছরের মধ‌্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ‌্যে ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৬০ বছরের ওপরে ২৪ জন রয়েছেন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত ।

রাইদুল শুভ

এ সম্পর্কিত আরও পড়ুন ২৪ | ঘণ্টায় | আক্রান্ত | ও | মৃত্যের | সংখ্যা | ফের | বৃদ্ধি