আর্কাইভ থেকে জাতীয়

রংপুর বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা

রংপুর বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা

রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা পড়তে পারে।

দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

এদিকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

আজকে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়, ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। 
আজকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ৩৪ দশমিক ২ এবং ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আগামী দুইদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তার পরের পাঁচদিনের শেষের দিকে রাতের তাপমাত্রা কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

এস মুন্নী

এ সম্পর্কিত আরও পড়ুন রংপুর | বিভাগে | গুঁড়ি | গুঁড়ি | বৃষ্টির | সম্ভাবনা