আর্কাইভ থেকে অপরাধ

এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসান গ্রেপ্তার

এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসান গ্রেপ্তার

১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান মুফতি রাগীব আহসান ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে র‌্যাবের উপ-পরিচালক মেজর রইসুল আজম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পিরোজপুরের এহসান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের বিরুদ্ধে লক্ষাধিক গ্রাহকের সঙ্গে প্রতারণা করার অভিযোগ উঠে। গ্রুপটির বিরুদ্ধে ১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলেছে গ্রাহকরা।

জানা যায়, গ্রাহকের টাকা নিয়ে প্রতিষ্ঠানের নামে জমি ক্রয় না করে রাগীব আহসান এবং তার আত্মীয়স্বজনের নামে জমি ক্রয় করেন। সেসব জমির ৯০ শতাংশ গোপনে বিক্রি করে টাকা আত্মসাৎ করেন। এহসান গ্রুপের ১৭টি প্রতিষ্ঠানের ১৬টিই উধাও হয়ে গেছে।

এসব অভিযোগের ভিত্তিতে এহসান গ্রুপের চেয়ারম্যান মুফতি রাগীব আহসান ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন এহসান | গ্রুপের | চেয়ারম্যান | রাগীব | আহসান | গ্রেপ্তার