আর্কাইভ থেকে বাংলাদেশ

নৌ-যান দুর্ঘটনায় মালিদের আসামি করার আইন সংশোধনের দাবি

নৌ-যান দুর্ঘটনায় মালিদের আসামি করার আইন সংশোধনের দাবি

কোনও শর্ত ছাড়াই জাহাজের বিপরীতে নেয়া কিস্তির মেয়োদ বাড়ানোর দাবি অভ্যান্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার। সংস্থাটি জাহাজ রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ প্রণোদণার দাবি জানিয়েছে।   

সংস্থাটির ২০২১-২০২৩ সালের নির্বাচন নিয়ে, বুধবার  (১৮ সেপ্টেম্বর)  সন্ধ্যায় রাজধানীল একটি হোটেলে একমতবিনিময় সভায় নৌযান মালিকরা এ দাবি জানান। 

মালিকদের দাবি জাহাজ তৈরির সব উপকরণ শুল্কমুক্ত আমদানির। নৌযান দুর্ঘটনার জন্য মালিকদের আসামি করে মামলা, আইনটির কালো আইন বলে উল্লেখ কোরে এ আইনের সংশোধনের দাবি জানায় সংস্থাটি। 
অনুষ্ঠানে নৌপথে চলাচলকৃত যাত্রীবাহী নৌযান মালিকদের নানা সমস্যা নিয়েও আলোচনা হয়। 

এ সম্পর্কিত আরও পড়ুন নৌযান | দুর্ঘটনায় | মালিদের | আসামি | করার | আইন | সংশোধনের | দাবি