আর্কাইভ থেকে ক্রিকেট

বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুললেন তামিম

বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুললেন তামিম

জিম্বাবুয়ের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়। তবুও যেন সেই জয়ে নেই স্বস্তির ছোঁয়া। বিশেষ করে ঘরের মাঠে খেলা দুটি সিরিজে উইকেট নিয়ে প্রশ্ন উঠেছে অনেক। যে দলে রয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও। বা হাতি এই ওপেনার প্রশ্ন তুলেছেন বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি নিয়েও। 

আরব আমিরাত বা ওমানে স্পিনাররা কিছুটা সুবিধা পাবে। তবে তা মোটেও তা মিরপুরের উইকেটের মতো হবে না। বিশ্বকাপের আগে প্রস্তুতিমূলক সিরিজে কেন তাহলে ক্রিকেট বোর্ড এমন উইকেট তৈরি করলো? প্রশ্ন রেখেছেন তামিম-ও। তাঁর মতে, সিরিজ জয়ের জন্য 'আনপ্লেয়বল' উইকেট না বানিয়ে স্পোর্টিং উইকেট বানালেই বরং লাভ হতো বাংলাদেশের।

রোববার সন্ধ্যায় এক অনলাইন টক শোতে উপস্থিত হয়ে এমনটা জানিয়ে তামিম বলেন, ‘আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়েছি। বড় দলগুলোকে হারিয়েছি। তবে আদর্শ হতো যদি সত্যিই স্পোর্টিং উইকেটে কয়েকটি ম্যাচ খেলতে দেখতাম দলকে। কারণ, বিশ্বকাপে খেলা হবে ভিন্ন ব্যাপার।’

অবশ্য জয়ের ধারায় থাকার কারণে আত্মবিশ্বাস পাবে ক্রিকেটাররা। এমনটাও মত এই ক্রিকেটারের। তিনি বলেন, ‘ম্যাচ জেতা খুবই গুরুত্বপূর্ণ, আমি তাতে একমত। তবে যেহেতু এটা এত বড় একটা টুর্নামেন্টে, সামনের দুই সপ্তাহে যে ধরনের উইকেটে খেলতে হবে, সেসবের সঙ্গে মিল থাকলে ভালো হতো। বাংলাদেশ অনেক আত্মবিশ্বাস নিয়ে যাচ্ছে, যেটা দলের জন্য ইতিবাচক দিক।’

বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু ১৭ অক্টোবর। ১২ দলের মূলপর্বে খেলার আগে পার হতে হবে প্রথম পর্বের বাধা। সেক্ষেত্রে ছোট দলগুলোর বিপক্ষে বাড়তি সতর্কতার আহ্বান দেশের হয়ে ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা তামিমের। 

তিনি বলেন, ‘প্রথম বাধা আমাদের যে কোনভাবে পার হতে হবে, যেটা হলো বাছাইপর্ব (প্রথম রাউন্ড)। ওমান, স্কটল্যান্ডের মতো ছোট দলগুলোর বিপক্ষে একটু সতর্ক থাকতে হয়। শুরুটা ভালো করতে হবে আমাদের। ইতিহাস বলে, শুরু ভালো করলে বাংলাদেশ গোটা টুর্নামেন্ট ভালো করে। শুরুটা ভালো না হলে সমস্যা।’

২০০৭ সালে ক্রিকেটীয় অভিষেকের পর প্রথমবারের মতো কোন বিশ্বকাপে থাকছেন না তামিম। মূলত লম্বা সময় ধরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে দূরে থাকার কারণে শেষ মুহুর্তে দলে ঢুকতে চাননি তিনি। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশের | বিশ্বকাপ | প্রস্তুতি | নিয়ে | প্রশ্ন | তুললেন | তামিম