আর্কাইভ থেকে দেশজুড়ে

হারিয়ে যাবার ৭৮ বছর পর মায়ে দেখা পেলেন কুদ্দুস

হারিয়ে যাবার ৭৮ বছর পর মায়ে দেখা পেলেন কুদ্দুস

আজ থেকে ৭৮ বছর আগে হারিয়ে গিয়েছিলেন আ. কুদ্দুছ মুন্সী। তখর তার বয়স ছিল ৭ বছর। রাজশাহীর আত্রাই উপজেলায় হারিয়ে যান কুদ্দুছ মুন্সী।

এক ফেসবুক পোস্টের কল্যাণে ৭০ বছর পর নিজের মা ও পরিবারকে খুঁজে পেয়েছেন তিনি। এতো দিন পর ছেলেকে পেয়ে জড়িয়ে ধরেন ১১০ বছর বয়সি মা। 

দিন দশেক আগে আইয়ূব আলী নামের পরিচিত একজনের ফেসবুক আইডিতে হারিয়ে যাওয়ার গল্প বলেন আব্দুল কুদ্দুছ। সেখানে তিনি শুধু পিতা-মাতা ও নিজ গ্রাম বাড্ডার নাম বলতে পারেন। ভিডিওটি দেখে তার গ্রামের লোকজন সাড়া দেন। তিনি খুঁজে পান তার পরিবারের সদস্যরা।

আব্দুল কুদ্দুছের গ্রামের বাড়ি নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা গ্রামে। তবে গ্রামে কেউ বাস করেন না। মা মেয়ের সঙ্গে থাকেন বাঞ্ছারামপুরে।

ছেলেকে জড়িয়ে ধরে মা বলেন, আল্লার কাছে দোয়াই করেছি, তুই ফিরে আসবে। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। ৭ বছরের কিশোর কুদ্দুছ মুন্সি এখন ৮৫ বছর বয়সী প্রবীণ। তার তিন ছেলে ও ৫ মেয়ে রয়েছেন।

কুদ্দুছ মুন্সি জানান, হারিয়ে যাওয়ার পর রাজশাহী জেলার আত্রাই উপজেলার সিংশারা গ্রামের সাদিক মিয়ার বাড়িতে বড় হয়েছেন তিনি। পরবর্তীতে বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে বসবাস করছেন। 

তিনি বলেন, আমার মা ও বোনদের খোঁজার অনেক চেষ্টা করেছি। আমার বিশ্বাস ছিল একদিন আমার মার সন্ধান আমি পাব।

এ সম্পর্কিত আরও পড়ুন হারিয়ে | যাবার | ৭৮ | বছর | মায়ে | দেখা | পেলেন | কুদ্দুস