আর্কাইভ থেকে দেশজুড়ে

গাইবান্ধায় নির্মিত ব্রীজের সংযোগ রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন

গাইবান্ধায় নির্মিত ব্রীজের সংযোগ রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন

গাইবান্ধায় নির্মিত ব্রীজের সংযোগ রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার গিদারী ইউনিয়নের দক্ষিন গিদারী বালিয়ার ছাড়ায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ মানববন্ধনের আয়োজন করে কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলার গিদারী শাখা।

এতে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, সদর উপজেলা সিপিবি’র সভাপতি ছাদেকুল ইসলাম, সিপিবি, দারিয়াপুর অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মাস্টার, জেলা কমিটির সদস্য সন্তোষ বর্মণ, ক্ষেতমজুর নেতা এমদাদুল হক মিলন প্রমুখ।

বক্তারা বলেন, কোটি টাকা খরচ করে ব্রীজ বানিয়ে সংযোগ রাস্তার কারণে বছরের পর বছর চলাচলের অনুপযোগী করে ফেলে রাখার দায় কর্তৃপক্ষকে নিতে হবে। এদের শাস্তি হওয়া প্রয়োজন। তারা অবিলম্বে সংযোগ রাস্তা নির্মাণের দাবি জানান।

উল্লেখ্য গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ গিদারী বালিয়ার ছড়ায় মানস নদীতে কোটি টাকার উপরে ব্যয়ে ব্রীজটি তিন বছর আগে নির্মাণ কাজ শেষ হয়। শুধুমাত্র সংযোগ রাস্তার কারণে এতদিন ধরে ব্রীজটি দিয়ে মানুষ কিংবা যানবাহন চলাচল করতে পারছে না।

কয়েক মাস আগেও কমিউনিস্ট পার্টি ব্রীজটিতে সংযোগ রাস্তার দাবিতে মানববন্ধন করে। বিশ্বস্ত সূত্রে জানা যায় এ কাজের জন্য টেন্ডার হয়েছে। কিন্তু এখনো কোন ধরণের কাজ শুরু হয় নাই। এতে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন গাইবান্ধায় | নির্মিত | ব্রীজের | সংযোগ | রাস্তা | নির্মাণের | দাবিতে | মানববন্ধন