আর্কাইভ থেকে দেশজুড়ে

কুষ্টিয়ায় জমি নিয়ে দ্বন্দ্বে মুখোমুখি সরকারি দুই প্রতিষ্ঠান

কুষ্টিয়ায় জমি নিয়ে দ্বন্দ্বে মুখোমুখি সরকারি দুই প্রতিষ্ঠান

জমির কর্তৃত্ব নিয়ে এবার দ্বন্দ্বে সরকারি দুই প্রতিষ্ঠান। কুষ্টিয়া সড়ক বিভাগের দাবি, জমির খাজনা দিচ্ছে তারা। আর নথি বলছে, পৌর কর পরিশোধ করছে গণপূর্ত বিভাগ। বিষয়টি মীমাংসায় আদালতে মামলা হলেও কুলকিনারা হচ্ছে না।

পারিবারিক জমি নিয়ে দ্বন্দ্ব, এরপর আদালতে মামলা। এমন গল্প মেলে হরহামেশাই। কিন্তু জমি নিয়ে দুই সরকারি প্রতিষ্ঠানের দ্বন্দ্ব খুব একটা দেখা যায় না। যা মিলেছে কুষ্টিয়ায়।
 
খোঁজ নিয়ে জানা যায়, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সাদ্দাম বাজার মোড়ে অবস্থিত কুষ্টিয়া সড়ক ভবন ও গণপূর্ত বিভাগের কার্যালয়। এক সময় প্রতিষ্ঠান দুটি কমিউনিকেশন অ্যান্ড বিল্ডিং-সিএন্ডবির আওতায় ছিল।

পরে দুটি প্রতিষ্ঠান আলাদা হলে তাদের জায়গাও নির্ধারণ করে দেয়া হয়। কিন্তু ভুলক্রমে ভবনের জমির মালিকানা রেকর্ড হয় সড়ক বিভাগের নামে।

বর্তমানে জমির খাজনা দিচ্ছে সড়ক বিভাগ আর পৌরকর দিচ্ছে গণপূর্ত বিভাগ। মালিকানার দাবি দু'পক্ষেরই। এরইমধ্যে গণপূর্তের গড়ে তোলা ফলজ ও বনজ বাগানে ভবন নির্মাণের পরিকল্পনা করছে সড়ক বিভাগ। এরপরই ২০১৪ সালে আদালতে মামলা করে গণপূর্ত। যা এখনও চলমান।

বিষয়টির সমাধানে হিমশিম অবস্থা আদালতেরও। মন্ত্রণালয়ের হস্তক্ষেপ দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর।

আগামী অক্টোবরে মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, ৩৫ একর জমির এই দ্বন্দ্ব মেটাতে দু’পক্ষকেই সহনশীল হতে হবে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন কুষ্টিয়ায় | জমি | নিয়ে | দ্বন্দ্বে | মুখোমুখি | সরকারি | দুই | প্রতিষ্ঠান