আর্কাইভ থেকে জাতীয়

করোনা মোকাবিলায় পাক-ভারত থেকে এগিয়ে বাংলাদেশ

করোনা মোকাবিলায় পাক-ভারত থেকে এগিয়ে বাংলাদেশ

করোনাভাইরাস মোকাবিলায় ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ। এই মহামারি মোকাবিলায় বিশ্বের ৫৩টি দেশের মধ্যে পাঁচ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৩৯তম।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ব্লুমবার্গের সেপ্টেম্বর মাসের কোভিড রেজিলিয়েন্স র‍্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশ ১০০ এর মধ্যে ৫৯.৬ স্কোর পেয়েছে। ভারত পেয়েছে ৫৬.২ এবং পাকিস্তান ৫৬.১।

গত চার মাসের মধ্যে বাংলাদেশ সর্বনিম্ন দৈনিক মৃত্যুর রেকর্ড করায় এবং ৫০০ দিনেরও বেশি সময় বন্ধ থাকার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করায় র‍্যাঙ্কিংয়ে এই বড় পরিবর্তন এসেছে বলে জানায় ব্লুমবার্গ।

কোভিড-১৯ সংক্রমণের হার নিম্নমুখী হওয়ায় জুলাই মাসেও এই র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছিল বাংলাদেশি। এদিকে ভারত এবং পাকিস্তান উভয়ই তিন ধাপ নিচে নেমে গেছে। তাদের অবস্থান যথাক্রমে ৪৮তম এবং ৪৪তম।

র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে আয়ারল্যান্ড। করোনাকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ ভূমিকা রাখার জন্য আগস্টের পর তিন ধাপ এগিয়ে এখন সবার ওপরে রয়েছে তারা। আয়ারল্যান্ডে জনসংখ্যার ৭২.৫ শতাংশ ইতোমধ্যেই টিকা নিয়ে নিয়েছে। এটি বিশ্বের সর্বোচ্চ টিকাদানের হারগুলোর মধ্যে একটি।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন করোনা | মোকাবিলায় | পাকভারত | এগিয়ে | বাংলাদেশ