আর্কাইভ থেকে বাংলাদেশ

আজ রাত থেকে ইলিশ ধরা নিষিদ্ধ

আজ রাত থেকে ইলিশ ধরা নিষিদ্ধ

আজ(৩ অক্টোবর)দিনগত মধ্য রাত থেকে ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। মা ইলিশ রক্ষায় ২২ দিনের জন্য চাঁদপুরের মতলব উত্তরের আলেকজেন্ডার থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত নদীর ৭০ কিলোমিটিার এলাকায় ইলিশ ধরায় এই নিষেধাজ্ঞা জারী করা হয়েছে।

ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এই নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। নিষেধাজ্ঞা অনুযায়ী আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ শিকার বন্ধ থাকবে। এ সময়ে ইলিশ শিকার, পরিবহন, মজুত, বাজারজাত ও কেনা-বেচা করা দন্ডনীয় অপরাধ।

গত বছর ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা জারী করা হয়েছিলো। কিন্তু এবছর নিষেধাজ্ঞা এগিয়ে আনা হয়েছে। এই সময়ে নদীতে বালি উত্তোলনের ড্রেজার ও ব্যক্তিগত স্পিডবোট চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চালানো হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন আজ | রাত | ইলিশ | ধরা | নিষিদ্ধ