উয়েফা ন্যাশন্স লিগের সেমিফাইনালে, আজ ইতালির মুখোমুখি হবে স্পেন। মিলানের সান সিরো স্টেডিয়ামে, খেলাটি শুরু হবে রাত পৌণে একটায়।
সবশেষ দেখায় ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে, টাইব্রেকারে স্পেনকে হারায় ইতালি। এটা স্পেনের জন্য তাই বদলা নেবার লড়াইও। এমন ম্যাচে তরুণদের দিয়ে স্কোয়াড সাজিয়েছেন লা রোজা কোচ লুইস এনরিকে।
এদিকে টানা ৩৭ ম্যাচ অপরাজিত ইতালি। তরুণ ও অভিজ্ঞদের মিশেলে স্কোয়াড সাজিয়েছেন রবার্তো মানচিনি। অপরাজিত থাকার ধারাকে বাড়ানোর ইচ্ছা সরাসরি জানিয়েছে আজ্জুরিরা।