রাজধানীর মিরপুর চিড়িয়াখানা সড়কের পাশে একটি ভবন নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় পরিত্যক্ত একটি মর্টার শেল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল।
বুধবার (৬ অক্টোবর) সকালে চিড়িয়াখানা সড়কের পাশে এমর্টার শেলটি পাওয়া যায়।
র্যাব সূত্রে জানা গেছে, চিড়িয়াখানা সড়কের ৮ নম্বর কমিউনিটি সেন্টারের পাশে একটি ভবন নির্মাণের জন্য মাটি খোঁড়াখুঁড়ির কাজ চলছিল। একপর্যায়ে মাটির দুই থেকে আড়াই ফুট গভীরে যাওয়ার পর শ্রমিকেরা মর্টার শেলটি দেখতে পান।
এরপর শ্রমিকরা বিষয়টি বাড়ির মালিককে জানালে তিনি র্যাবকে জানান। খবর পেয়ে র্যাবের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি উদ্ধার করেন।
র্যাবের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দলের মেজর মশিউর রহমান সংবাদমাধ্যমকে বলেন, মর্টারশেলটি উদ্ধারের পর পুলিশের এ এলিট ফোর্স জানিয়েছে, মর্টারশেলটি ছিল দীর্ঘদিনের পুরোনো। এর আয়তন ছিল ৬০ মিলিমিটার। এটি ছিল সক্রিয় এবং বিস্ফোরিত হলে ৩৫ মিটার পর্যন্ত চারদিকে কোনো মানুষ থাকলে স্লিন্টারের মাধ্যমে ক্ষয়ক্ষতি হতে পারতো।