আর্কাইভ থেকে বাংলাদেশ

মুসা বিন শমসেরকে ডিবি অফিসে ডাকা হয়েছে

মুসা বিন শমসেরকে ডিবি অফিসে ডাকা হয়েছে

সম্প্রতি ভুয়া অতিরিক্ত সচিব পরিচয়দানকারী আবদুল কাদেরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ধনকুবের মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি। এজন্য তাকে মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে ডিবি কার্যালয়ে আসতে বলা হয়েছে।

সেখানে সেই ভুয়া অতিরিক্ত সচিব পরিচয়দানকারী আবদুল কাদেরের মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে মুসা বিন শমসেরকে। আবদুল কাদের নিজেকে ধনকুবের মুসা বিন শমসেরের আইন উপদেষ্টা ছিলেন বলে পরিচয় দেন।

আজ সোমবার (১১ অক্টোবর) ডিবির উপ-কমিশনার (ডিসি-গুলশান) মশিউর রহমান গণমাধ্যমকে বলেন, রোববার তার (মুসা বিন শমসের) ছেলেকে জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার মুসাকেও ডাকা হয়েছে।

প্রতারক আব্দুল কাদেরের কাছ থেকে মুসা বিন শমসের ও তার স্ত্রীর সঙ্গে করা কিছু চুক্তিপত্র উদ্ধার করা হয়। এসব বিষয় জানতেই মূলত শমসেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।

ডিসি মশিউর রহমান বলেন, আব্দুল কাদের চৌধুরীর আসল নাম, আব্দুল কাদের মাঝি। তার শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণি। কিন্তু তিনি প্রতারণামূলকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আইডি কার্ড, ভিজিটিং কার্ড ছাপিয়ে, নিজেকে অতিরিক্ত সচিব হিসেবে পরিচয় দিতেন।

ডিবি সূত্র জানায়, মুসার বয়স বর্তমানে ৭৭ বছর। তিনি নানা রোগে আক্রান্ত। এছাড়াও তিনি করোনার টিকা নেননি। অসুস্থতার কারণে তাকে সুনির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি। তবে তাকে মঙ্গলবার দুপুরের খাবার শেষ করে কার্যালয়ে আসতে বলা হয়েছে। আসা, না আসার বিষয়ে তিনি কোনো নিশ্চয়তা দেননি।

এ সম্পর্কিত আরও পড়ুন মুসা | বিন | শমসেরকে | ডিবি | অফিসে | ডাকা | হয়েছে