আর্কাইভ থেকে বাংলাদেশ

শিগগিরই পেঁয়াজের দাম হাতের নাগালে নেমে আসবে: বাণিজ্যমন্ত্রী

শিগগিরই পেঁয়াজের দাম হাতের নাগালে নেমে আসবে: বাণিজ্যমন্ত্রী

ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর দেশের বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। এই মসলা জাতীয় পণ্যের দাম শিগগিরই জনসাধারণের হাতের নাগালে নেমে আসবে। বললেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মঙ্গলবার (১২ অক্টোবর) গাজীপুরের কালিয়াকৈর এলাকায় সেন্টার ফর এক্সিলেন্স ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ভারতের কয়েকটি প্রদেশে বন্যার কারণে দেশটিতে পেঁয়াজ উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে বাড়তি দামেই আমদানি করতে হচ্ছে এই পণ্য।

তাই দেশের বাজারে দাম কমাতে প্রয়োজনে অন্য উৎস থেকে পেঁয়াজ আমদানির আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, আগামী দুই বছরের মধ্যে গাজীপুরের হাইটেক পার্কে অন্তত ২ লাখ মানুষের কর্মসংস্থান হবে। আর হাইটেক পার্ক পুরোপুরি চালু হলে কাজ পাবেন ৭০ লাখের বেশি মানুষ।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন শিগগিরই | পেঁয়াজের | দাম | হাতের | নাগালে | নেমে | আসবে | বাণিজ্যমন্ত্রী