আওয়ামী লীগের সব মানুষ পাগল হয়ে গেছে, মরিয়া হয়ে গেছে। তারা দ্রুত দেশের সব সম্পদ লুট করে দেশে ছেড়ে চলে যাবে। ঠিক যেভাবে বর্গিরা আগে আমাদের দেশে এসে সব সম্পদ লুট করে চলে যেত। আজ ঠিক সেভাবেই আওয়ামী লীগ লুটের আসর বসিয়েছে, উৎসব করছে। বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, যেই মানুষগুলো স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন, তাদের আজ স্মরণ করা হয় না। আমাদের দুঃখ হয়, যখন যারা বিভিন্ন সময় স্বাধীনতার ত্যাগ স্বীকার করেছেন, লাখ-লাখ মানুষ প্রাণ দিয়েছেন, তাদের একবারের জন্যও আজ স্মরণ করা হয় না। আজ জনগণের ওপর এমন একটি সরকার চেপে বসে আছে, যারা নিজেদের ছাড়া অন্যদের মেনে নেয় না। তারা দাবি করে, শুধুমাত্র এক ব্যক্তি, একটি দল এ দেশের স্বাধীনতাকে নিয়ে এসেছে। যে কথাটা একেবারেই সত্য নয়।
তিনি বলেন, আমরা খুব ভালো করেই ইতিহাস জানি। দীর্ঘকাল বিভিন্ন নেতা-মানুষের ঐক্যবদ্ধভাবে প্রয়াসের মধ্য দিয়ে স্বাধীনতা এসেছে। কয়েকদিন আগে মহম্মদ আতাউল গণি ওসমানী মৃত্যুবার্ষিকী ছিল, তার নাম একবারের জন্যও উচ্চারিত হয়নি। যার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সে জিয়াউর রহমানকে খলনায়ক হিসেবে চিহিৃত করার সমস্ত প্রচারণা চালাচ্ছে এ সরকার। এমনকি তিনি মুক্তিযুদ্ধ করেছিলেন সেটাও অস্বীকার করতে চায়।
তিনি আরও বলেন, যিনি প্রথম বাংলাদেশের স্বাধীনতার কথা উচ্চারণ করেছিলেন, সে মাওলানা ভাসানীকেই আজ স্মরণ করা হয় না। আমাদের খুব দুঃখ হয়, যিনি মুক্তিযুদ্ধের সময় প্রধানমন্ত্রী ছিলেন, সে তাজউদ্দিনকেও আজ স্মরণ করা হয় না। আসম রবের কথা তো উচ্চারণও করেন না। কারণ তিনি ভিন্ন দল করেন।
আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখল করে আছে বলে দাবি করে মির্জা ফখরুল বলেন, তারা মুক্তিযুদ্ধের সমস্ত স্বপ্নকে ধ্বংস করে দিয়েছে। তাদের লক্ষ্য আবারও একদলীয় বাকশাল প্রতিষ্ঠা। সেটা করতে গিয়ে তারা সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, লুটপাটের রাজত্ব কায়েম করেছে। তারা দেশের সম্পদ বিদেশে পাচার করছে।
তিনি বলেন, পত্রিকায় এসেছে চট্রগামে চালের জন্য অপেক্ষা করতে করতে দুই বৃদ্ধ অজ্ঞান হয়ে গেছে। আজ যখন সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস-পত্রের দাম নাগালের বাইরে চলে গেছে, তখন ‘অবৈধ’ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বাড়ি গিয়ে হাওয়ের ২৩-২৪-৪০ পদের মাছ দিয়ে উৎসব করেন। এটা মানুষের সঙ্গে পরিহাস। এ অবস্থায় বসে থাকলে চলবে না। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ আন্দোলন বিএনপি বা গণতন্ত্র মঞ্চের আন্দোলন নয়। এটা গোটা জাতির সংগ্রাম। স্বাধীনতা, ভোটাধিকার এবং গণতন্ত্রকে রক্ষা করতে হলে সব গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেএসডি সভাপতি আ স ম রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।