আর্কাইভ থেকে শিক্ষা

ঢাবি অধিভুক্ত সাত কলেজের দুই চূড়ান্ত পরীক্ষার সময়সূচি প্রকাশ

ঢাবি অধিভুক্ত সাত কলেজের দুই চূড়ান্ত পরীক্ষার সময়সূচি প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের ২০১৯ সালের মাস্টার্স ১ম পর্বের চূড়ান্ত পরীক্ষা ও ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ চূড়ান্ত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। শুক্রবার (৩ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে এ সময়সূচি প্রকাশ করা হয়। ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ছানাউল্লাহর সই করা প্রকাশিত ওই রুটিন অনুযায়ী মাস্টার্স ১ম পর্বের চূড়ান্ত পরীক্ষা আগামী ১২ মার্চ শুরু হয়ে শেষ হবে ৫ এপ্রিল পর্যন্ত। আর ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ চূড়ান্ত পরীক্ষা ১২ মার্চ শুরু হয়ে চলবে ২৮ মে পর্যন্ত। এসব পরীক্ষায় সাতটি কলেজের স্নাতকোত্তর শ্রেণির নিয়মিত, প্রাইভেট নিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা এবং ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে এবং প্রশ্নপত্রে উল্লেখিত সময়কালই পরীক্ষার সময়কাল হিসেবে বিবেচিত হবে। ২০১৯ সালের মাস্টার্স ১ম পর্বের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্রে। ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি বাঙলা কলেজের পরীক্ষার্থীরা এই কেন্দ্রেই পরীক্ষা দেবেন। অপরদিকে, ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষার অনুষ্ঠিত হবে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে। ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি বাঙলা কলেজের পরীক্ষার্থীরা এই কেন্দ্রে পরীক্ষায় অংশ নিবেন।  

এ সম্পর্কিত আরও পড়ুন ঢাবি | অধিভুক্ত | সাত | কলেজের | দুই | চূড়ান্ত | পরীক্ষার | সময়সূচি | প্রকাশ