ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অষ্টম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ ও হত্যা মামলায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- ফুলবাড়িয়া উপজেলার রঘুনাথপুর এলাকার শাহজাহান (২৬), একই এলাকার শহিদ মিয়া (৩৮), আলমগীর হোসেন (২৮), রাসেল মিয়া (১৯) ও পলাশতলী এলাকার মাসুম বিল্লাহ ওরফে ফজর আলী (২২)।
শুক্রবার (৩ মার্চ) ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (৪ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রধান দুই আসামি শাহজাহান ও শহিদ ঘটনার সাথে জড়িত থাকার কথা আদালতে স্বীকার করেছে। এদের বিরুদ্ধে অপহরণ, পর্নোগ্রাফি ও গণধর্ষণসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ সুপার আরও জানান, গেলো ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ফুলবাড়িয়া থানার রঘুনাথপুর গ্রামের আব্দুর রশিদের মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী ফাহিমা আক্তার প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
পরদিন ভোরে একটি গাছের ডালে ফাহিমা আক্তারের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ মরদেহ উদ্ধারের পর মরদেহের সুরতহালে প্রাথমিকভাবে বিকৃত যৌনাচার করে হত্যার আলামত মেলে।
এ ঘটনায় পরদিন ফাহিমা আক্তারের মা হাছনা বেগম বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে হত্যার রহস্য উদঘাটনে তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নামে ডিবি পুলিশ।
পরে ডিবি পুলিশ ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
মাছুম আহাম্মদ ভুঞা আরও জানান, গ্রেপ্তারকৃতরা ইট ভাটার শ্রমিক বলে জানায়।