আর্কাইভ থেকে দেশজুড়ে

অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ: ৭ জনের অবস্থা ‘গুরুতর’, ২ জন আইসিইউতে

অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ: ৭ জনের অবস্থা ‘গুরুতর’, ২ জন আইসিইউতে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় আহত অন্তত ১৮ জন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি আছেন। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর, এদের ভেতর ২ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল ইসলাম। শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ড উপজেলার কদমরসূল এলাকার সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ থেকে আগুন লাগার ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় চমেক হাসপাতালে ভর্তি থাকা আহত ব্যক্তিদের একটি তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তি আছেন ৭ জন, অর্থোপেডিক্স বিভাগে ২ জন, নিউরো সার্জারি বিভাগে ৮ জন ও চক্ষু বিভাগে ৩ জন। গুরুতর আহতরা হলেন- মো. আরাফাত আলম, জাহিদ হাসান, মো. ওসমান, মো. মজিবুর রহমান, ফ্যান্সি, মো. মাসুদ ও প্রভাষ। এদের ভেতর মো. মাসুদ ও প্রভাষকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানান নুরুল ইসলাম। তিনি বলেন, এদের বাইরে ২ জন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। গেলো শনিবার (৪ মার্চ) বিকেলে সংঘটিত এ বিস্ফোরণে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অক্সিজেন প্ল্যান্টটি।  

এ সম্পর্কিত আরও পড়ুন অক্সিজেন | প্ল্যান্টে | বিস্ফোরণ | ৭ | জনের | অবস্থা | গুরুতর | ২ | জন | আইসিইউতে