আর্কাইভ থেকে এশিয়া

মিয়ানমারের ১০৮৬ নাগরিককে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

মিয়ানমারের ১০৮৬ নাগরিককে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

আদালতের আদেশ না মেনে মিয়ানমারের এক হাজার ৮৬ নাগরিককে নিজ দেশে পাঠিয়েছে মালয়েশিয়া। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহা-পরিচালক । মিয়ানমার নৌবাহিনীর তিনটি জাহাজে করে এসব মানুষকে ফেরত পাঠানো হয়েছে। খাইরুল জামি দাউদ জানান, ওই ব্যক্তিরা স্বেচ্ছায় ফিরে যেতে রাজি হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স, সংবাদমাধ্যম বিবিসি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, জান্তা নিয়ন্ত্রিত মিয়ানমারে ফিরলে ওইসব নাগরিক নতুনভাবে ঝুঁকিতে পড়ার আশঙ্কায় প্রত্যাবাসনের ওপর স্থগিতাদেশ দিয়েছিল আদালত। বুধবার স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত সময়সীমা ছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও মানবাধিকার সংগঠন-অ্যাসাইলাম একসেসের পিটিশনের ভিত্তিতে আদালত এ সিদ্ধান্ত নেন।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, ফেরত পাঠানো মানুষের মধ্যে মিয়ানমারে নির্যাতিত গোষ্ঠীর লোকজনও রয়েছে। মিয়ানমারে সাম্প্রতিক সেনা অভ্যুত্থানের পর তাদের ফেরত পাঠানোয় নিরাপত্তাহীনতার মুখে পড়তে পারে তারা।

মালয়েশিয়া কর্তৃপক্ষ জানায়, অভিবাসনবিষয়ক অপরাধে জড়িত থাকার দায়ে মিয়ানমারের এক হাজার ৮৬ জনকে ফেরত পাঠানো হয়েছে। তাদের গেল বছর আটক করা হয়েছিল। এদের মধ্যে রোহিঙ্গা বা রাজনৈতিক আশ্রয়প্রার্থী নেই। কোন ধরনের জবরদস্তি ছাড়াই দেশে ফিরতে রাজি হয়েছে সবাই।

তবে বার্তা সংস্থা রয়টার্সকে অন্তত ছয়জন নিবন্ধিত রাজনৈতিক আশ্রয়প্রার্থী থাকার দাবি করেছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। এসব রাজনৈতিক আশ্রয়প্রার্থীরা চীন ও মিয়ানমারের কাচিন গোষ্ঠীর। মিয়ানমারে দমনপীড়নের শিকার হয়ে দেশ ছেড়েছিল তারা। যদিও সংস্থাটিকে অভিবাসন বন্দিশালায় প্রবেশের অনুমতি দেয়নি মালয়েশিয়া সরকার।

এক বিবৃতিতে মালয়েশিয়া কর্তৃপক্ষ জানায়, সবাই ফিরে যেতে রাজি হওয়ার পরই তাদের পাঠানো হয়েছে। কোনো পক্ষের চাপে তাদের পাঠানো হয়নি। এর আগেই প্রত্যাবাসন করা মালয়েশিয়া জানিয়েছিল, ইউএনএইচসিআরের নিবন্ধিত কাউকেই প্রত্যাবাসন করবে না তারা।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন মিয়ানমারের | ১০৮৬ | নাগরিককে | ফেরত | পাঠিয়েছে | মালয়েশিয়া