আর্কাইভ থেকে তথ্য-প্রযুক্তি

দেশের প্রথম মোবাইল ব্রাউজার ‘তর্জনী’র উদ্বোধন

দেশের প্রথম মোবাইল ব্রাউজার ‘তর্জনী’র উদ্বোধন
সাধারণ মানুষকে সহজে ইন্টারনেট ব্যবহারে সহায়তা দিতে সম্পূর্ণ বাংলায় চালু হলো জাতীয় মোবাইল ব্রাউজার ‘তর্জনী’। এ ব্রাউজারটি দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের ভাষাগত জটিলতা নিরসন ও নিরাপদ সাইবার স্পেস তৈরি করবে। বললেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার (৭ মার্চ) রাজধানীর শের-ই-বাংলানগরে আইসিটি মিলনায়তনে মোবাইল ব্রাউজার উদ্বোধনে এ কথা বলেন তিনি। আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ব্রাউজারটিতে শুধু বাংলা নয়, ব্যবহারকারীদের জন্য রয়েছে ইংরেজি ভাষাও। অ্যাপল এবং গুগল প্লে স্টোরে মিলবে নিরাপদ ও দ্রুতগতির এ বাংলাদেশি ব্রাউজার। তিনি বলেন, গুগল ক্রোম এবং অন্যান্য ব্রাউজারের মতো তর্জনী ব্রাউজারেও সব ধরনের আধুনিক ফিচার ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে তর্জনী সার্চ বার, ডার্ক মোড, ট্যাব, বিজ্ঞাপন বন্ধ, বুকমার্ক, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তাসহ নানা ফিচার। ব্রাউজারের পর আগামীতে নিজস্ব 'অপারেটিং সিস্টেম' আনার ঘোষণা দিয়েছেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন দেশের | প্রথম | মোবাইল | ব্রাউজার | তর্জনীর | উদ্বোধন