আর্কাইভ থেকে ফুটবল

ব্যাটিং-বোলিং র‍্যাঙ্কিংয়ে এগিয়ে গেলেন সাকিব

ব্যাটিং-বোলিং র‍্যাঙ্কিংয়ে এগিয়ে গেলেন সাকিব
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ব্যাট ও বলে দারুণ পারফর্ম করায় পুরস্কার পেলেন সাকিব আল হাসান। বিশেষ করে সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে ৭৫ রান আর বোলিংয়ে ৪ উইকেট নেওয়ার পর র‍্যাঙ্কিং এগিয়ে যাওয়া তো স্বাভাবিক। যদিও সাকিবের অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে এগোনোর সুযোগ নেই। কারণ এরই মধ্যে সাকিব ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে বসে আছেন। অলরান্ডারদের র‍্যাঙ্কিংয়ে এগোনোর সুযোগ না থাকলেও ব্যাটসম্যান ও বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতির এগিয়ে গেলেন সাকিব। সিরিজের তৃতীয় ওয়ানডেতে ফিফটির আগের ম্যাচেও ফিফটির তুলেছিলেন সাকিব। যে কারণে ব্যাটসম্যানদের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন বিশ্বসেরা অলরান্ডার। ৩ ম্যাচের সিরিজে ৬ উইকেট নিয়ে বোলারদের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছেন এই বাঁহাতি বোলার। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ওপরে ওঠার সুযোগ না থাকলেও রেটিং পয়েন্ট বেড়েছে এই টাইগার অলরান্ডারের। ১৫ রেটিং পয়েন্ট বেড়েছে সাকিবের।

এ সম্পর্কিত আরও পড়ুন ব্যাটিংবোলিং | র‍্যাঙ্কিংয়ে | এগিয়ে | গেলেন | সাকিব