আর্কাইভ থেকে ক্রিকেট

লিটন-শান্তদের কোচের ভূমিকায় সাকিব!

লিটন-শান্তদের কোচের ভূমিকায় সাকিব!
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের পর মাত্র এক দিনের অনুশীলনের সুযোগ পেয়েছে বাংলাদেশ। আগামীকাল ইংলিশদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে টাইগাররা। তাইতো অন‍্যরা যখন নেটে ব‍্যস্ত তখন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান সরাসরি সেন্টার উইকেটে এসে লম্বা সময় পাওয়ার হিটিং অনুশীলন করেন। বিশ্বসেরা অলরান্ডারের ব্যাটিং দাঁড়িয়ে থেকে দেখা শুরু করেন লিটন কুমার দাস। কিছুক্ষণ পর সাকিবের কাছে চলে যান ব্যাটিংয়ের পরামর্শ নিতে। তাদের দুজনের আলাপের মাঝে যোগ দেন আট বছর পর দলে সুযোগ পাওয়া রনি তালুকদার। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ভালো যায়নি লিটনের। তাই তো সাকিবের কাছে পরামর্শ নিয়ে আবার ব্যাটিংয়ে চলে যান। কিছুক্ষণ পর যোগ দেন নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব। এরপরেই তাদের পাওয়ার হিটিং দীক্ষা দিতে শুরু করেন সাকিব। পাওয়ার হিটিং অনুশীলনে দলের সবাইকে সাকিব হয়তো এই বার্তাটাই দিয়েছেন যে, আক্রমণাত্মক মেজাজে খেলতে হবে টি-টোয়েন্টি। নিজের অনুশীলন শেষে লিটন দাস ও রনি তালুকদারকে সেন্টার উইকেটে ব‍্যাটিং করিয়েছেন সাকিব। নিজেই কোচের ভূমিকা নিয়ে দু’জনকে দিয়েছেন ব‍্যাটিং টিপসও।

এ সম্পর্কিত আরও পড়ুন লিটনশান্তদের | কোচের | ভূমিকায় | সাকিব