ফুটবল

সাকিবসহ বাংলাদেশ দলকে জরিমানা, শাস্তি পেলো পাকিস্তানও

মোহাম্মদ রিজওয়ানকে বল ছুড়ে মেরে আইসিসির আচরণবিধি ভেঙ্গেছেন সাকিব।  অখেলোয়াড়সুলভ আচরণের জন্য এবার শান্তি পেতে যাচ্ছেন টাইগার অলরাউন্ডার।  সাকিবকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

এছাড়াও রাওয়ালপিন্ডি টেস্টে স্লো ওভারের কারণে বাংলাদেশ ও পাকিস্তান দুই দলকেই শান্তি দিয়েছে আইসিসি। পাকিস্তান নির্ধারিত ওভারের চেয়ে ৬ ওভার পিছিয়ে ছিল, শান্তি হিসেবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬ পয়েন্ট কাটা গেছে বাবর আজমদের।  অন্যদিকে বাংলাদেশ খুইয়েছে ৩ পয়েন্ট।  টাইগাররা পিছিয়ে ছিলো ৩ ওভার। 

শুধু তা–ই নয় দুই দলের খেলোয়াড়দের আর্থিক জরিমানাও করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।  পাকিস্তানের খেলোয়াড়দের ম্যাচ ফির ৩০ শতাংশ। আর বাংলাদেশের খেলোয়াড়দের ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। 

ম্যাচ শেষে দুই দলেরই অধিনায়ক ভুল স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।



এ সম্পর্কিত আরও পড়ুন সাকিব | জরিমানা