আর্কাইভ থেকে অপরাধ

গুলিস্তানে বিস্ফোরণ: বংশাল থানায় অপমৃত্যুর মামলা

গুলিস্তানে বিস্ফোরণ: বংশাল থানায় অপমৃত্যুর মামলা
রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করেছে পুলিশ। বংশাল থানায় এ মামলা হয়েছে। বুধবার (৮ মার্চ) রাতে বংশাল থানায় মামলাটি দায়ের করা হয়। বংশাল থেকে জানানো হয় 'একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। তদন্তে অন্য কিছু বেরিয়ে আসলে পরবর্তীতে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।' প্রসঙ্গত, মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারের একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা, আরেকটি পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। বিধ্বস্ত ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্ধারকাজের জন্য ভেতরে ঢুকতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের ভয়াবহতা এত বেশি ছিল যে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা। দেয়াল ভেঙে এসে পড়ে রাস্তায়। বহু মানুষ উড়ে এসে রাস্তায় পড়েছেন। সড়কে থাকা বহু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পার্শবর্তী ভবনগুলোও। ভেঙে পড়েছে অনেক ভবনের কাঁচ। বাসযাত্রী থেকে শুরু করে পথচারী পর্যন্ত আশেপাশে থাকা সবাই হতাহত হয়েছেন। ঘটনার পর রিক্সা, ঠেলাগাড়ি, ট্রাক ও অ্যাম্বুলেন্সসহ যে যেভাবে পেরেছেন আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন গুলিস্তানে | বিস্ফোরণ | বংশাল | থানায় | অপমৃত্যুর | মামলা