আর্কাইভ থেকে দেশজুড়ে

আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের অভিযোগ

আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের অভিযোগ
মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় দুর্যোগ সহনীয় ঘর বরাদ্দ পাওয়ার কথা দরিদ্র ও গৃহহীন পরিবার গুলোর। কিন্তু সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার এক গ্রামে সচ্ছল একটি পরিবারের সদস্যরা চারটি ঘর পেয়েছেন। অথচ একই গ্রামে গৃহহীন পরিবারের সদস্যরা চেয়েও আশ্রয়ণ প্রকল্পের ঘর পাননি। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ধামাইনগর ইউনিয়নের  ক্ষিরতলা মৌজায় তৃতীয় ধাপের বরাদ্দকৃত ঘর প্রদানের ক্ষেত্রে এ ঘটনা ঘটে। ধামাইনগর ইউনিয়নের পোতাপ দিঘী গ্রামের আব্দুল হাই এর পরিবারের স্বচ্ছল চারজনকে চারটি ঘর দেয়া হয়েছে। ঘর প্রাপ্তরা হলেন,পারভিন খাতুন, শেফালী খাতুন,মেরিনা খাতুন ও  পারুল খাতুন ।অপর দিকে  ক্ষিরতলা গ্রামের রফিকুলের দুই ছেলে জাহিদুল ও জাহাঙ্গীর পেয়েছেন দুইটি ঘর । উপজেলার ক্ষিরতলা গ্রামের ভুমিহীন নুর জাহানের স্বামী আব্দুর রাজ্জাক ও পোতাপ দিঘী গ্রামের মোমেনা খাতুনের স্বামী নব-মুসলীম রাসেল মিয়া অভিযোগ করে  বলেন,স্বচ্ছল পরিবারের একাধিক সদস্য সরকারী ঘর পেলেও আমরা ভুমিহীন হওয়া সত্বেও সরকারী ঘর পাইনি। টাকার বিনিময়ে ঘর বেচা-কেনা হয়েছে বলেও অনেকে জানান। এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল বলেন, রায়গঞ্জ উপজেলায় ১'শত ভুমিহীন পরিবারকে সরকারী ভাবে ঘর দেয়া হয়েছে। একই পরিবারের এতো লোক সরকারী ঘর পেয়েছে বিষয়টি আমার জানা ছিলো না। এ ব্যাপারে খতিয়ে দেখা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন আশ্রয়ণ | প্রকল্পে | অনিয়মের | অভিযোগ