আর্কাইভ থেকে বাংলাদেশ

ইলিশ না পেয়ে হতাশ জেলেরা

ইলিশ না পেয়ে হতাশ জেলেরা

ডিম ছাড়া ও ভরা প্রজনন মৌসুম শেষ হওয়ায় ভোলাসহ উপকূলীয় মেঘনা,তেঁতুলিয়া আর সাগর মোহনায় গেল রাত থেকে উৎসব মুখর পরিবেশে জেলেরা নদীতে নেমেছে। শুরু করেছে ইলিশ শিকার।

তবে নদীতে মাছ না পেয়ে হতাশ জেলেরা। জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজাহারুল ইসলাম বলেছেন, প্রাকৃতিক নিয়ম ও ইলিশের বৈশিষ্ট্য অনুযায়ী এ অঞ্চলে ডিম ছাড়ার পর ইলিশ মাছ দ্রুত সাগরে ফিরে যায়।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদীকেন্দ্র চাঁদপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আনিছুর রহমান বলেছেন, কিছু অসাধু জেলে ডিমওয়ালা ইলিশ ধরলেও এ বছর যে পরিমান ইলিশ মাছ ডিম ছেড়েছে তাতে কাংখিত ইলিশ উৎপাদন হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন ইলিশ | পেয়ে | হতাশ | জেলেরা