দেশজুড়ে

চরাঞ্চলে ঝিলের নামে ফসলি জমি কাটার মহোৎসব

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে চলছে মাছের ঝিলের নামে ভেকু দিয়ে ফসলি জমির মাটি কাটার মহোৎসব। ইউনিয়নের প্রায় ১০টি স্থানে শরিতপুর জেলার একটি প্রভাবশালী চক্র স্থানীয় কিছু ব্যক্তিকে সাথে নিয়ে এ কাজ করছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের চরফতেহজংপুর গ্রামের খানেপুর মৌজায় ও ফেরিঘাটের বিপরীত পাশসহ প্রায় ১০টি স্থানে শরিয়তপুর জেলার নান্টু মাল, ইউনুস মোল্লা, চান্দু চৌকিদার, হাফেজ খান, বিল্লাল গাজী, মমিন দিদার, মজু হাওলাদার, হারুন হাওলাদার, ইসমাইল তালুকদার, খোরশেদ হাওলাদারসহ একটি চক্র স্থানীয় কিছু লোককে সাথে নিয়ে মাছের ঝিলের নামে শত শত একর ফসলি জমির টপ সয়েল ভেকু দিয়ে কেটে ফেলছে। এতে ফলে ফসল উৎপাদন কমে যাচ্ছে।

এই চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। চক্রটি রাতের আঁধারে এই স্তুপকৃত মাটি জাহাজে করে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে

চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি জানানকয়েকদিনপূর্বেও মাটি কাটার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি ভেকু ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। শিঘ্রই এদের বিরুদ্ধে ও অভিযান পরিচালনা করা হবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #চাঁদপুর