আর্কাইভ থেকে বাংলাদেশ

১ নভেম্বর থেকে ১২ বছর বয়সীদের টিকা দেয়া শুরু

১ নভেম্বর থেকে ১২ বছর বয়সীদের টিকা দেয়া শুরু

আগামী ১ নভেম্বর থেকে ঢাকায় ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া শুরু হবে। প্রাথমিকভাবে ঢাকার ১২টি কেন্দ্রে টিকা দেয়া হবে। জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রতিদিন ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেয়া হবে। প্রাথমিকভাবে ১২টি কেন্দ্রে টিকা দেয়া হবে, তবে পর্যায়ক্রমে সব জেলাতেই শিক্ষার্থীদের টিকা দেয়া হবে। যেখানে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা নেই, সেখানে শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, ১২-১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেয়ার জন্য তালিকা শেষের দিকে। শিক্ষা মন্ত্রণালয় আমাদের তালিকা দিয়েছে, সেই তালিকা আমরা আইসিটি মন্ত্রণালয়কে দিয়েছি। তারা সবকিছু সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে দিয়েছেন।

জাহিদ মালেক বলেন, স্কুলশিক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়া হবে। প্রথমে ঢাকায় ১২টি কেন্দ্র থেকে টিকা দেয়া হবে। প্রধানমন্ত্রী বলেছেন, কেন্দ্র যেন আরও বাড়ানো হয়। আমরা সেদিকে নজর দেবো।

এ সম্পর্কিত আরও পড়ুন ১ | নভেম্বর | ১২ | বছর | বয়সীদের | টিকা | দেয়া | শুরু