আর্কাইভ থেকে বাংলাদেশ

২০২২ সালে সরকারি ছুটি ২২ দিন

২০২২ সালে সরকারি ছুটি ২২ দিন

২০২২ সালে সরকারি ছুটি থাকছে ২২ দিন। সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে এ ২২ দিন ছুটি থাকবে। এরমধ্যে সাধারণ ছুটি ১৪ এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে ৮ দিন। জানালেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে ২০২২ সালের ছুটির এ তালিকা অনুমোদন দেয়া হয়। এরমধ্যে ছয় দিন সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার) পড়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস উপলক্ষে ১৪ দিন সাধারণ ছুটি থাকবে। এ ছুটির মধ্যে তিন দিন সাপ্তাহিক ছুটির দিন পড়েছে।

তিনি বলেন, আট দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। এর মধ্যেও তিন দিন সাপ্তাহিক ছুটি পড়েছে।

আনোয়ারুল ইসলাম জানান, ধর্মীয় উৎসব উপলক্ষে প্রজাতন্ত্রের কর্মচারীরা বছরে অনধিক তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। এছাড়া পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত বিভিন্ন নৃ-গোষ্ঠীর কর্মচারীদের সামাজিক উৎসবের জন্য দুই দিনের ঐচ্ছিক ছুটি রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ২০২২ | সালে | সরকারি | ছুটি | ২২ | দিন