আর্কাইভ থেকে ক্রিকেট

জয়ের লক্ষ্যে ঝোড়ো ব্যাটিংয়ের শুরু তামিম-লিটনের

জয়ের লক্ষ্যে ঝোড়ো ব্যাটিংয়ের শুরু তামিম-লিটনের
আইরিশদের কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ও লিটন কুমার দাস। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১৮৩ রানের বিশাল ব্যবধানে জয়ে ১-০ তে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে রেকর্ড ৩৪৯ রানের সংগ্রহ পাওয়ার পরও বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সিরিজ জয়ের আশায় কিছুটা হতাশই হয়েছিল টাইগাররা। তবে তৃতীয় ও শেষ ম্যাচে আইরিশদের মাত্র ১০১ রানে গুঁড়িয়ে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। সহজ জয়ের পথে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচের শুরুতে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নি। শেষ পর্যন্ত সব ইউকেট হারিয়ে ২৮ ওভার ১ বলে আয়ারল্যান্ডের সংগ্রহ দাড়ায় ১০১ রান। সিরিজ জয়ের লক্ষ্যে মাত্র ১০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঝোড়ো শুরু করেছেন বাংলাদেশের ওপেনাররা। ফলে জয়ের সুবাতাস পাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে বিনা উইকেটে ৭১ রান তুলেছে বাংলাদেশ। প্রথম ওভারে এডেয়ারকে কাট করে একটি চার মেরেছিলেন তামিম, দ্বিতীয় ওভারে গ্রাহাম হিউমকে লিটন মেরেছেন দুই চার। ১০২ রানের লক্ষ্যে ঝোড়ো শুরু পেয়েছে বাংলাদেশ। অধিনায়ক তামিমের একক সংগ্রহ (৪০) বলে ৪০ রান। লিটনের সংগ্রহ (৩৫) বলে ৪২ রান।   শেষ খবর পাওয়া পর্যন্ত ৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ৭৯ রান।            

এ সম্পর্কিত আরও পড়ুন জয়ের | লক্ষ্যে | ঝোড়ো | ব্যাটিংয়ের | শুরু | তামিমলিটনের