আর্কাইভ থেকে ক্রিকেট

শাস্ত্রীর স্থলাভিষিক্ত হলেন রাহুল দ্রাবিড়

শাস্ত্রীর স্থলাভিষিক্ত হলেন রাহুল দ্রাবিড়

অবশেষ গুঞ্জনই সত্যি হলো। ভারতীয় দলের নতুন কোচের ভূমিকায় আসীন হতে যাচ্ছেন রাহুল দ্রাবিড়। ভারতের সাবেক এই ব্যাটারকে প্রধান কোচের দায়িত্ব দিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

আগেই ঘোষণা হয়েছিল, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই ভারত জাতীয় দলের হেড কোচের দায়িত্ব ছাড়ছেন রবি শাস্ত্রী। এরপরই শুরু হয়েছিল নানান গুঞ্জন, আলোচনা। নানান নাম ছাপিয়ে সেই আলোচনায় বারবার উঠে আসছিল 'দ্যা ওয়াল' খ্যাত এই ক্রিকেটারের নাম। 

অবশেষ আনুষ্ঠানিক ঘোষণা আসল আজ। অবশ্য এর আগেও দুবার তার কাছে এই প্রস্তাব এসেছিল। তবে তা নাকচ করে দিয়েছিলেন দ্রাবিড়। ব্যাঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট একাডেমি (এনসিএ) প্রধান হিসেবেই ব্যস্ত রেখেছিলেন নিজেকে।

এছাড়া বয়সভিত্তিক দল, ভারতীয় 'এ' দল নিয়েও নানান এসাইনমেন্ট পালন করেছেন দ্রাবিড়। যেখানেও ছিলেন সফল। তবে এবারই প্রথমবারের মতো জাতীয় দলের স্থায়ী প্রধান কোচ হিসেবে কাজ করবেন তিনি। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন শাস্ত্রীর | স্থলাভিষিক্ত | রাহুল | দ্রাবিড়