আর্কাইভ থেকে ক্রিকেট

শেষটা রাঙাতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

শেষটা রাঙাতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। 

সুপার টুয়েলভে খেলা চারটি ম্যাচেই হারতে হয় মাহমুদউল্লাহদের। তাই অজিদের এ ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতা।

গত আগস্টে মিরপুর শেরে-ই বাংলায় অজিদের বাগে পেয়েছিলো বাংলাদেশ। এর আগে টি-টোয়েন্টিতে কখনই তাদের হারাতে না পারা স্বাগতিকরা সিরিজ জিতেছিল ৪-১ ব্যবধানে। যদিও সেই দলে ছিলেন না স্টিভেন স্মিথ-ওয়ার্নার-ম্যাক্সওয়েল-ফিঞ্চরা। এবার বিশ্বকাপে স্মিথ ছাড়া বাকি সবাইকে পাবে বাংলাদেশ। যারা টি-টোয়েন্টিতে ভয়ংকর হিসেবে খ্যাত। তবুও আশায় বাঁধে বুক, শেষ ম্যাচটা হয়তো জয়ে রাঙাতে চায় টিম টাইগার।

এদিকে, সুপার টুয়েলভের গ্রুপ ওয়ানে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে দু’টিতে জিতেছে অস্ট্রেলিয়া। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার জন্য জয়ের বিকল্প নেই ফিঞ্চ-ওয়ার্নারদের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
মোহাম্মদ নাইম, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, শামীম হোসেন, মাহেদী হাসান, তাসকিন আহমেদ,  মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

অস্ট্রেলিয়ার একাদশ:
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক),মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল,  মার্কাস স্টয়নিস,  ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স,  মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা,  জোশ হ্যাজেলউড

স্পোর্টস ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন শেষটা | রাঙাতে | টস | হেরে | ব্যাটিংয়ে | বাংলাদেশ