আর্কাইভ থেকে দেশজুড়ে

রমজান উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিং করেছেন ইউএনও

রমজান উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিং করেছেন ইউএনও
জগন্নাথপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাজার মনিটরিং করার জন্য ভোক্তা অধিকার আইনে বাজার মনিটরিং করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা জুড়ে হোটেল-রেস্তুরা, মিষ্টির দোকান, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, প্লোট্রি বাজার, কাঁচা বাজার মনিটরিং করেন নির্বাহী কর্মকর্তা মো: সাজিদুল ইসলাম। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন থানার একদল পুলিশ। শনিবার (০১ এপ্রিল) উপজেলার মিরপুর ইউনিয়নের মিরপুর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও বিক্রয় অনুপযোগী হয়ে যাওয়া সত্ত্বেও অবহেলা, দায়িত্বহীনতা অপরাধে আটটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। অভিযুক্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত পরিবেশ ও তৈরি খাদ্যর গুণগতমান নিশ্চিত করতে অধিকতর সচেতন হওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্বাহী কর্মকর্তা রমজান মাসে বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য স্থিতিশীল রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, সরকারের মূল্য তালিকার চাইতে যে কোন ধরনের জিনিসপত্র দাম বাড়িয়ে বিক্রি করলে মোবাইল কোর্টের মাধ্যমে ভোক্তা অধিকার আইনে সাজা-শাস্তির ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও নিয়মিতভাবে বাজার মনিটরিং এর অংশ হিসেবে মার্চ মাসে উপজেলার আশারকান্দি, রানীগঞ্জ, পাটলি, কলকলিয়া ও পৌরসভায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার আইনে মোট ১২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৪২ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সর্বমোট দুই লাখ সাতাত্তর হাজার নয়শত পঞ্চাশ টাকা আর্থিক দন্ডে দন্ডিত করা হয়েছে। নির্বাহী কর্মকর্তা মো. সাজিদুল ইসলাম বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিদিন উপজেলার হাট-বাজারগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে করে কেউ অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ অন্যান্য মালামাল বিক্রি করতে না পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন রমজান | উপলক্ষে | নিয়মিত | বাজার | মনিটরিং | করেছেন | ইউএনও