আর্কাইভ থেকে ক্রিকেট

টানা দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন বিজয়

টানা দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন বিজয়
প্রথম ম্যাচ সেঞ্চুরি দিয়েই ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসর শুরু করেছিলেন এনামুল হক বিজয়। এরপর থেকে বাকি ম্যাচ গুলোতে রান পেয়েছেন নিয়মিত। এবার টানা দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন এই ওপেনার। শুধু সেঞ্চুরিই না, ১২০ দশমিক ৪৭ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন বিজয়। মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিল আবাহনী। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।শুরুতে ব্যাটিংয়ে নেমে অনবদ্য ওপেনিং জুটি গড়েন বিজয় ও নাঈম। ১৮৩ রানের জুটিতে বড় সংগ্রহের স্বপ্ন দেখতে থাকে আবাহনী। পাওয়ার-প্লেতে ধীর শুরু করলেও ৩০ ওভার শেষেই ২০২ রানে পৌঁছে যায় দলটি। ঝোড়ো ইনিংস খেলে আনামুলের আগেই অর্ধশতক তুলে নেন নাঈম। এরপর ৬২ বলে হাফ-সেঞ্চুরি পূরণ করেন বিজয়। তবে ১৮৩ রানে নাঈম আউট হলে ভাঙে ওপেনিং জুটি।১০২ বলে ৯৪ রানে নাঈম ফিরলেও ৯৯ বলে মৌসুমের তৃতীয় সেঞ্চুরি ঠিকই তুলে নেন আনামুল। সেঞ্চুরির পর আরও আগ্রাসী হয়ে উঠে আনামুলের ব্যাট। এরপর মাত্র ২৬ বলেই ফিফটি তুলে নেন তিনি। ১৩ চার এবং ৫ ছক্কায় ১৫৩ রানের মারকাটারি ইনিংস খেলে রুবেলের বলে বিশালের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান আনামুল। এই ওপেনার ফিরলেও চারে নেমে ৪৭ বলে ৫৩ রানের দারুণ ইনিংস উপহার দেন আফিফ। শেষ পর্যন্ত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩৩৬  রান সংগ্রহ করে আবাহনী।

এ সম্পর্কিত আরও পড়ুন টানা | দুই | ম্যাচে | সেঞ্চুরি | হাঁকালেন | বিজয়