আর্কাইভ থেকে দেশজুড়ে

ফায়ার সার্ভিসের ওপর হামলার তদন্ত করে ব্যবস্থা: আইজিপি

ফায়ার সার্ভিসের ওপর হামলার তদন্ত করে ব্যবস্থা: আইজিপি
ফায়ার সার্ভিসের সদর দপ্তরে হামলার ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, সেখানে হাজার হাজার লোক ছিলো। আমরা খবর পেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। যারা হামলায় জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। আইজিপি বলেন, আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের পাশাপাশি আমাদের সদস্যরাও কাজ করেছেন। আমাদের পক্ষ থেকে দুই লাখ লিটার পানি সরবরাহ করা হয়েছে। ঘটনাস্থলে আমাদের দুই হাজার ফোর্স উপস্থিত ছিলো। আমরা বিভিন্নভাবে দায়িত্ব পালন করেছি। চৌধুরী আবদুল্লাহ আল মামুন আরও বলেন, আমাদের পাশাপাশি র‌্যাব, সেনাবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, আনসার সদস্যরা সমন্বয় করে কাজ করছে। কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ফায়ার | সার্ভিসের | ওপর | হামলার | তদন্ত | করে | ব্যবস্থা | আইজিপি