আর্কাইভ থেকে ফুটবল

মেসিকে ৪০ কোটি ইউরো পারিশ্রমিক প্রস্তাব দিলো হিলাল

মেসিকে ৪০ কোটি ইউরো পারিশ্রমিক প্রস্তাব দিলো হিলাল
বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসিকে দলে ভেড়াতে বছরে ৪০ কোটি (বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৬১৯ কোটি ৪৪ লাখ টাকা) ইউরোর বেশি পারিশ্রমিক  প্রস্তাব পাঠিয়েছে সৌদি ক্লাব আল–হিলাল কর্তৃপক্ষ। দলবদল নিয়ে নির্ভরযোগ্য ইতালিয়ান সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো কাল টুইট বার্তায় নিশ্চিত করেছেন এই তথ্য। পিএসজিতে মেসির বর্তমান চুক্তির মেয়াদ ফুরোবে আগামী ৩০ জুন। এরপরই ফ্রি এজেন্ট হয়ে যাবেন এই আর্জেন্টাইন। এদিকে তার সাবেক ক্লাব বার্সেলোনা তাকে ফিরিয়ে নেবার চেষ্টা করছে, এমন খবর জানা গিয়েছে আগেই। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিও নাকি আগ্রহী তার প্রতি। আর সৌদি আরবের ক্লাবের আগ্রহী হয়ে ওঠার খবর কদিন আগ পর্যন্তও স্রেফ গুঞ্জন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু শুধু রোমানো নয়, সৌদির সংবাদমাধ্যম ‘সৌদি গেজেট’ ও ‘ওকাজ’ও আল–হিলালের এই প্রস্তাব পাঠানোর খবর নিশ্চিত করেছে। ‘ঘনিষ্ঠ সূত্রে’র বরাত দিয়ে তারা জানিয়েছে, মেসিকে আনুষ্ঠানিকভাবেই এই প্রস্তাব পাঠানো হয়েছে। সূত্র জানিয়েছে, আর্জেন্টিনাকে কাতার বিশ্বকাপ জেতানো সাতবারের বর্ষসেরা মেসি যা যা সুবিধা চান, তার সবকিছু পূরণের প্রতিশ্রুতি রয়েছে এই প্রস্তাবে। আর এই প্রস্তাব সম্ভবত মেসি ও তাঁর প্রতিনিধি দলের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘মেইল অনলাইন।’      

এ সম্পর্কিত আরও পড়ুন মেসিকে | ৪০ | কোটি | ইউরো | পারিশ্রমিক | প্রস্তাব | দিলো | হিলাল