আর্কাইভ থেকে শিক্ষা

এক স্কুলে পড়ছে পাঁচ জোড়া যমজ ভাইবোন

এক স্কুলে পড়ছে পাঁচ জোড়া যমজ ভাইবোন
পাবনার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিতে পাঁচ জোড়া যমজ শিক্ষার্থী পড়াশোনা করছে। একই শ্রেণিতে পড়ছে তিন জোড়া, তৃতীয় শ্রেণিতে এক জোড়া এবং চর্তুথ শ্রেণিতে এক জোড়া ভাইবোন। তবে ঘটনাটা বিরল। সচরাচর স্কুলগুলোতে এমন দেখা মেলে না। জানা যায়, ১৯৪৭ সালে বেড়া পৌরসভার পায়না সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়। উপজেলা জুড়েই স্কুলটির নামডাক আছে। প্রতি বছর ভালো ফলাফলের সুনামও রয়েছে স্কুলটির। তবে এবার স্কুলটির নাম ছড়িয়েছে ভিন্ন কারণে। স্কুলটিতে এখন পাঁচ জোড়া যমজ শিক্ষার্থী লেখাপড়া করছে। প্রথম শ্রেণিতে পড়াশোনা করে তৌহিদ-তানমিন, লামিয়া-ছামিয়া ও হাবিবা-হাফসা। তৃতীয় শ্রেণিতে আইরিন-আরিফা, চতুর্থ শ্রেণিতে আয়শা-মরিয়ম পড়াশোনা করে। স্কুলের শিক্ষকরা গণমাধ্যমে জানান, কয়েকটি শ্রেণিতে পড়াশোনা করছে পাঁচ জোড়া যমজ ভাইবোন। একসঙ্গেই তারা স্কুলে যাওয়া আসা করে। এদের পোশাকও প্রায় সময় একই থাকে। হঠাৎ দেখে চেনার উপায় নেই কে বড় কে ছোট। এসব শিক্ষার্থীকে স্কুলে একটু বাড়তি সুযোগ-সুবিধা দেওয়া হয়। পায়না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাক হোসেন ও লতিফা পারভীন বলেন, যমজ শিক্ষার্থীদের নিয়ে ক্লাস করার আনন্দটাও আলাদা। তবে তাদের শনাক্ত করতে কিছু বিড়ম্বনায় পড়তে হয়। তারা সব সময় একসঙ্গে বসে। তবে কোনো কিছু নিয়ে বিবাদ হলে তারা আলাদা বসে। এতে আমরা বুঝতে পারি দুজনের মধ্যে কিছু একটা হয়েছে। বেড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, বিষয়টি অত্যন্ত আনন্দের ব্যাপার। কারণ একই স্কুলে ১০ জন ভাইবোন পড়াশুনা করে। এসব শিক্ষার্থীকে ভালোভাবে পড়াশোনা করানো ও সঠিক তদারকি করতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।    

এ সম্পর্কিত আরও পড়ুন এক | স্কুলে | পড়ছে | পাঁচ | জোড়া | যমজ | ভাইবোন