আর্কাইভ থেকে ক্রিকেট

ইনিংস হারের শঙ্কা উড়িয়ে আইরিশদের লড়াকু লিড

ইনিংস হারের শঙ্কা উড়িয়ে আইরিশদের লড়াকু লিড
গতকাল শেষ বেলায় দ্রুতই ৪ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় পড়েছিল আয়ারল্যান্ড। তবে আজ দুর্দান্ত ব্যাটিং করেছেন আইরিশ মিডল-অর্ডার ব্যাটাররা। মূলত হ্যারি টেক্টরের ফিফটির পর লোরকান টাকারের অভিষেক সেঞ্চুরিতে ইনিংস হারের শঙ্কা উড়িয়েছে সফরকারীরা। এরপর লোয়ার অর্ডারে অ্যান্ডি ম্যাকব্রাইনের দায়িত্বশীল ব্যাটিংয়ে লড়াকু লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে অ্যান্ড্রু বালবার্নির দল। বাংলাদেশের দেওয়া ১৫৫ রানের লিডে ৪ উইকেটে ২৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল আয়ারল্যান্ড দল। বাংলাদেশি বোলারদের অসাধারণ বীরত্বে সামলে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৮৬ রানে দিন শেষ করেছে আইরিশরা। ম্যাকব্রাইন ৭১ ও গ্রাহাম হিউম ৯ রানে চতুর্থ দিনের খেলা শুরু করবেন। ২ উইকেট হাতে নিয়ে ইনিংসে ১৩১ রানে এগিয়ে আছে সফরকারীরা। বৃহস্পতিবার (৬ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আইরিশ ব্যাটাররা। অভিষেক ম্যাচ খেলতে নেমে দলকে ধ্বংসস্তুপ থেকে টেনে তুলেন লোরকান টাকার। কেভিন ও'ব্রায়েনের পর দ্বিতীয় আইরিশ ক্রিকেটার অভিষেক ম্যাচ শতরানে রাঙান তিনি। তবে ১০৮ রানেই থেমে যায় উইকেটকিপার এই ব্যাটারের ইনিংস। প্রথম ইনিংসে ৫০ রান করা হ্যারি ট্যাক্টর দ্বিতীয় ইনিংসেও ৫৬ রান করেন। এখনও ব্যক্তিগত ৭১ রানে অপরাজিত আছেন অ্যান্ড্রু ম্যাকব্রাইন। তাদের লড়াকু ব্যাটে ভর করে একমাত্র টেস্টের তৃতীয় দিন শেষে ১০৭ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৬ রান করেছে আইরিশরা। এদিন তিন সেশন মিলিয়ে বোলিং করে কেবল ৪টি উইকেট ফেলতে পেরেছে বাংলাদেশি বোলাররা। আগের দিন দুই উইকেট নেওয়া তাইজুল এদিন শিকার করেন আরও দুটি উইকেট। এছাড়া একটি করে উইকেট পান এবাদত ও শরিফুল। আর সাকিব আগেরদিন নেন ২ উইকেট। ঢাকা টেস্টের সংক্ষিপ্ত স্কোর- আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২১৪ / বাংলাদেশ ১ম ইনিংস: ৩৬৯ / আয়ারল্যান্ড ২য় ইনিংস: ২৮৬/৮, ১০৭ ওভার (টেক্টর ৫৬, মুর ১৬, টাকার ১০৮, ম্যাকব্রাইন ৭১, অ্যাডায়ার ১৩, হিউম ৯; সাকিব ১৩-৪-২৬-২, তাইজুল ৩৮-১৫-৮৬-৪, মিরাজ ২৮-৭-৫৭-০, এবাদত ১২-১-৩৬-১, শরিফুল ৮-১-৩৫-১, খালেদ ৭-২-৩৮-০)  

এ সম্পর্কিত আরও পড়ুন ইনিংস | হারের | শঙ্কা | উড়িয়ে | আইরিশদের | লড়াকু | লিড