নব্বইয়ের আলোচিত মডেল ও অভিনেতা পল্লব। হার্ট অ্যাটাকে বড় ভাইয়ের মৃত্যুতে ধাক্কা আসে তার জীবনে। ভাইয়ের মৃত্যুর দুই বছর পর বাবার মৃত্যুতে একেবারে ভেঙে পড়েন তিনি। এমন পরিস্থিতিতে শোবিজ থেকে দূরে সরে ব্যবসায় মনোযোগী হন এই অভিনেতা। দীর্ঘ বিরতি কাটিয়ে ফের অভিনয়ে ফিরেছেন তিনি।
২০০৮ সালে ওয়াজেদ আলী সুমনের ‘বিয়ে বাড়ি’ সিনেমায় অভিনয়ের পর বিরতি নিয়েছিলেন পল্লব। কাকতালীয়ভাবে সেই একই পরিচালকের ‘ছায়া’ সিনেমার মধ্য দিয়েই অভিনয়ে ফিরলেন তিনি। গত ২ এপ্রিল থেকে পাবনায় সিনেমাটির দৃশ্যধারণ শুরু হয়েছে।
এ প্রসঙ্গে পল্লব গণমাধ্যমকে জানান, ‘১৯৯১ সাল থেকে শুরু করে টানা ১৭ বছর ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। এ জায়গায়টি আমার খুব চেনা। অনেক দিন পর কাজে ফিরে ভালো লাগছে।’
তিনি যোগ করেন, চাইলে আরও আগেই ফিরতে পারতাম। তবে ভেবে দেখলাম, নতুন করে ফেরার জন্য নিজেকে ফিট হতে হবে; তা না হলে দর্শকের সঙ্গে প্রতারণা করা হবে। তাই নিজেকে সময় দিয়েছি। সব গুছিয়ে, মানসিক ও শারীরিক প্রস্তুতি নিয়ে নামলাম। এখন থেকে নিয়মিত কাজ করব। চরিত্র পছন্দ হলে সব মাধ্যমে (নাটক, সিনেমা, বিজ্ঞাপন, ওটিটি) কাজ করব। যতদিন বাঁচব, মিডিয়ার কাজ নিয়ে থাকতে চাই।’
এদিকে চলতি বছরই বিয়ের পিঁড়িতে বসবেন পল্লব। তার ভাষ্যমতে, ‘আমি একজনকে পছন্দ করি। বিষয়টি এখনও পরিবারকে জানানো হয়নি। আনুষ্ঠানিকভাবে জানিয়ে এ বছরই বিয়ে করতে চাই।’
প্রসঙ্গত, ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘ছায়া’-তে পল্লব ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শবনম বুবলী, লুবাবা, অর্নিল প্রমুখ। ‘ছায়া’ ছবিটির চিত্রনাট্য লিখেছেন ফেরারি ফরহাদ। ছবিতে সায়াম চরিত্রে অভিনয় করছেন পল্লব। একজন নব্য শিল্পপতির চরিত্র এটি। পারিবারিক ড্রামা এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে বার্তা দেয়া হয়েছে ছবির গল্পে।
১৯৯১ সালে বিজ্ঞাপনে মডেল ও ১৯৯৫ সালে অভিনয়ে অভিষেক হয় পল্লবের।